গাছের ডাল ভেঙ্গে মাথায় পরায় গোলাম আজম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত গোলাম আজম ঠাকুরগাও পল্লী বিদুৎ সমিতের একজন মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম। নিহত গোলাম আজম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কচুয়াপাড়া মধুপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, গোলাম আজম বাড়ি থেকে ভ্যান যোগে বদরগঞ্জ শহরে আসার সময় রহমতের বাজার রোডে রাস্তার পাশে থাকা গাছের ডাল বাতাসে ভেঙ্গে মাথায় পরে আঘাত প্রাপ্ত হন। তাৎক্ষনিকভাবে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, এ বিষয়ে থানায় কোন তথ্য নেই। বিষয়টি জানি না।