পলাশবাড়ীতে র্যাবের তল্লাশী চকি উদ্ধার হলো ফেন্সিডিল
অদ্য ১৯ জুন ২০২২ তারিখ সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন রংপুর টু পলাশবাড়ীগামী হাজী ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা কালীন সময় ৬০ বোতল
ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী মোঃ আরিফ প্রধান (৩৭), পিতা-মৃত মজিবর প্রধান, সাং-শিমুলিয়া, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন দিন যাবৎ মাদক ব্যবসার সাথে
সম্পৃক্ততার কথা স¦ীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
সিপিএসসি, র্যাব-১৩, রংপুর কর্তৃক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে।উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।