1. [email protected] : Live Rangpur :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে জব্দকৃত মাদক ধ্বংস

  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩০৫ Time View
পঞ্চগড়ে জব্দকৃত মাদক ধ্বংস
পঞ্চগড়ে জব্দকৃত মাদক ধ্বংস

পঞ্চগড়ে জব্দকৃত মাদক ধ্বংস । পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত প্রায় ২২ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রোলার মেশিন দিয়ে গুড়িয়ে দিয়ে ধ্বংস করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পঞ্চগড় ১৮ বিজিবি।

সোমবার (২০ জুন) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রোলার মেশিন দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব হোসেন। অন্যান্যদের মধ্যে ঠাকুরগাঁও সেক্টরের পরিচালক লে. কর্ণেল জাহিদুল ইসলাম, পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহফুজুল হক, সহকারী পরিচালক হাচানুর রহমান, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক তুষার কুমার ব্যানার্জী, পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার তুষার কান্তি রায় সহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের আওতাধীন ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় ২০১৫ সালের ১ জানুয়ারী থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত চোরাচালান হয়ে আসার সময় বিজিবির হাতে বিপুল পরিমাণে মাদকদ্রব্য আটক হয়। যার মধ্যে ১ হাজার ৬০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯০০ টি বিভিন্ন প্রকারের ভারতীয় অবৈধ ওষুধ ও ১ হাজার ১৭ প্যাকেট মদ, ৯৯৫ টি বিভিন্ন প্রকারের ভারতীয় অবৈধ ইনজেকশন রয়েছে। যার আনুমানিক মূল্যে ২১ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা।

ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব হোসেন এসময় সাংবাদিকদের বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিরলসভাবে গুরুত্বপূর্ণ এ কাজটি করে যাচ্ছে বিজিবি। আপনারা জানেন যে বাংলাদেশের বিশাল সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধ করা যদিও এটি চ্যালেঞ্জিং বিষয়। তবে বিষয়টিকে আমি পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দ্বায়িত্ব বলে মনে করি। আজকের এই মাদকদ্রব্য ধ্বংসকরণ থেকে যুব সমাজকে আমরা একটা ম্যাসেজ দিতে চাই যে মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]