ক্ষত্রিয় সমিতি অঙ্গণে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্যাল নির্মাণ কাজ শুরু
স্টাফ রিপোর্টার ॥
রংপুর ক্ষত্রিয় সমিতি অঙ্গণে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্যাল নির্মাণ কাজ শুরু হয়েছে।শনিবার সকালে উক্ত মূর্যাল স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তাফ।
ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. ধীরেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক যূগ্ম সচিব শ্রী নারায়ণ চন্দ্র বর্মা, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুন্নবী ফুলু, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সহ-সভাপতি শ্রী অরুপ দত্ত ও বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রসিক কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা, বীর মুক্তিযোদ্ধা শফি মিয়া, মুকুল রায়, বিজন রায়, খোকন সরকার, যুব ক্ষত্রিয় সমিতির সভাপতি স্বপন রায় ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।