মেলার আয়োজনকে খুব একটা ভালো চোখে দেখছেন না সাধারণ ব্যবসায়ীরা
রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ক্ষোভ প্রকাশ
স্টাফ রিপোর্টার ॥
করোনা পরবর্তী ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। ব্যবসায়ীদের অবস্থা এখন নাজুক। ঠিক সেই মুহূর্তে গত বছরের ন্যায় এ বছরেও রংপুরে মেলার আয়োজনকে খুব একটা ভালো চোখে দেখছেন না সাধারণ ব্যবসায়ীরা। গত শুক্রবার রাতে রংপুর পাবলিক লাইব্রেরী হল রুমে রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।
রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন ঈগল কোম্পানীর ম্যানেজার মোঃ স্বর্পরাজ, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজার রহমান চান্দ, রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রসিক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, রংপুর জেলা দোকান মালিক সমিতির সহ-সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম ও শ্রম অধিদপ্তরের প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আক্কাস আলী, সহ-সম্পাদক আব্দুল খালেক, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, ধর্মীয় সম্পাদক জামাল হোসেন ও সদস্য শহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভার প্রধান অতিথি মেয়র মোস্তফা বলেন, সিটি কর্পোরেশন এলাকায় মেলাসহ যাকিছুই হোক না কেন, সিটি কর্পোরেশনকে অবগত করা উচিৎ। কিন্তু প্রশাসন সেটা করেন না। ব্যবসায়ীদের উদ্দ্যেশে তিনি বলেন, স্বার্থ সংরক্ষনে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতা প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন, সফলতা আসবেই, আসবে। আমি আপনাদের পাশে আছি, থাকবো। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও মেট্রো প্রশাসন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। গড়ে তুলতে চাই একটা সুন্দর নগরী। তিনি প্রত্যেক ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্স করার আহবান জানান।
বিশেষ অতিথি রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ব্যবসায়ীদের এখন নাজুক অবস্থা। এমত অবস্থা ব্যবসায়ীদের সাথে শালা পরামর্শ না করে, সাধারণ ব্যবসায়ীদের কথা না ভেবে একটি স্বার্থানেষী মহল রংপুরে আবারো মেলার আয়োজন করছেন। মেলাটি বন্ধে রসিক মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।
সভা শেষে রংপুর মহানগর দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজার রহমান চান্দকে চেয়ারম্যান করে ৫সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন চেম্বারের ব্যবস্থাপনায় রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বানিজ্য মেলা- ২০২৩।