1. [email protected] : Live Rangpur :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন

নারীর ক্ষমতায়ন-উন্নয়নে বিশ্বে শেখ হাসিনা দৃষ্টান্ত’

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪ Time View

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেছেন, ‘নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সারাবিশ্বে শেখ হাসিনা দৃষ্টান্ত। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’

সোমবার বিকালে নওগাঁয় যুব মহিলা লীগের উদ্যোগে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পৌর এলাকার ৭, ৮ ও ৯ ওয়ার্ডে একযোগে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, ‘আওয়ামী লীগ সরকার মহিলাদের জন্য সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতাসহ মহিলাদের নানাবিধ সুযোগ সুবিধা দিয়েছে জননেত্রী শেখ হাসিনার সরকার।’

তিনি আরও বলেন, ‘মহিলারা এখন তাদের কর্ম দক্ষতা দিয়ে সকল স্থানে পুরুষের সমান অবদান রাখছে। আর এই সুযোগ তৈরি করে দিয়েছেন বর্তমান সরকার। তাই এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে হবে। মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন, সবার উন্নয়ন।’

অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, সাধারণ সম্পাদক ফেন্সিসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com