রংপুরে বাংলাদেশ পুলিশের ইনস্পেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল নোমান
মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা স্মার্ট বাংলাদেশ স্মার্ট পুলিশ।এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। স্মার্ট পুলিশ গঠনে যে কোনো বাধা অতিক্রম করে সামনে এগুতে পারবে বাংলাদেশ পুলিশ জানালেন পুলিশের ইনস্পেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল নোমান। রংপুরে দুই দিনের সফর শেষে দুপুরে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা জনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা পুলিশের আছে।নির্বাচন কমিশন নির্বাচনের জন্য যে নির্দেশনা দিবে পুলিশকে সেই নির্দেশনায় পালন করবে পুলিশ বলেও জানান তিনি।অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক ও মেট্রো কমিশনার মনিরুজ্জামানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন।