রংপুরে আলু ও পেঁয়াজের আড়তে অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়।রোববার দুপুরে রংপুর সিটি কাঁচাবাজারে বেশ কয়েকটি আলু,পেয়াজের পাইকারী আড়তে অভিযান করে সংস্থাটি।এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে অংশ নেয়। অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক আজাহারুল ইসলাম।