বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক ১০টি অবৈধ সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা, ৪টি প্রতিষ্ঠানের কারখানা সীলগালা ও ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-
ক) যে ১০টি প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে প্রতিষ্ঠানগুলো হলো ঃ
১. মেসার্স রবি ওয়েল এন্টারপ্রাইজ, জালাসী, চাঁদপাড়া, সদর, প গড়; ২. মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, দক্ষিণ রাজনগর, (তুলাডাঙ্গা রোড), সদর, প গড়; ৩. মেসার্স খান এন্টারপ্রাইজ, হেলিপ্যাড, শিতাগ্রাম, সদর, প গড়; ৪. মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ, খামার বিষ্ণুগঞ্জ, খানসামা, দিনাজপুর; ৫. মেসার্স দোলা এন্টারপ্রাইজ, ফুটকীবাড়ী বাজার, সদর, প গড়; ৬. মেসার্স তিন বোন প্রোডাক্টস, ফকিরপাড়া, বোদা, প গড়; ৭. মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ, মাঝগ্রাম, বোদা, প গড়; ৮; মেসার্স ভাই বোন এন্টারপ্রাইজ, মাঝগ্রাম, বোদা, প গড়; ৯. মেসার্স আলম এন্ড ব্রাদার্স, কুড়ালীপাড়া, বোদা, প গড়; ১০. মেসার্স আল আমিন, জগদল বাজার, সদর, প গড়।
খ) প্রতিষ্ঠান সীলগালা : ১. মেসার্স রবি ওয়েল এন্টারপ্রাইজ, জালাসী, চাঁদপাড়া, সদর, প গড়; ২. মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, দক্ষিণ রাজনগর, (তুলাডাঙ্গা রোড), সদর, প গড়; ৩. মেসার্স খান এন্টারপ্রাইজ, হেলিপ্যাড, শিতাগ্রাম, সদর, প গড়; ৪. মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ, মাঝগ্রাম, বোদা, প গড়; উক্ত ৪টি প্রতিষ্ঠানের কারখানা সীলগালা করা হয়েছে।
গ) নিয়মিত মামলা প্রদান প্রক্রিয়াধীন : ১. মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, দক্ষিণ রাজনগর, (তুলাডাঙ্গা রোড), সদর, পঞ্চগড়; ২. মেসার্স খান এন্টারপ্রাইজ, হেলিপ্যাড, শিতাগ্রাম, সদর, প গড়; ৩. মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ, খামার বিষ্ণুগঞ্জ, খানসামা, দিনাজপুর; প্রতিষ্ঠান ৩টির স্বত্ত্বাধিকারীর বিরুদ্ধে পণ্য: সয়াবিন তৈল, উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণ করায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়েরের জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের অফিস প্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক ( মেট্রোলজি) এর নেতৃত্বে উক্ত অভিযানটিতে
আরোও উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) এবং খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।