রংপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন
রংপুরে পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম রায়হান শাহ্, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল ও রসিক এর সচিব উম্মে ফাতেমাসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রাখছে বলে জানানো হয়।