1. [email protected] : Live Rangpur :
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৫৭ Time View
মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২
মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ -দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম জানান, উপজেলাল নিমতলা মোড় এলাকায় উর্বশী সিনেমা হলের সামনে বুধবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।মৃতরা হলেন-উপজেলার শিবনগর ইউনিয়নের বুলবুল আহম্মেদের ছেলে তাজিম আহম্মেদ (১৭) ও বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে মো. সবুজ (২৪)।আহত খলিদ (১৮) উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে। তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি বলেন, চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তাজিম ও সবুজ ঘটনাস্থলেই নিহত হয়।দুর্ঘটনার পর ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

হার‌পিক পান ক‌রে শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপু‌রের শ্রীবরদী উপজেলায় হার‌পিক পা‌ন করে সা‌ব্বির আহ‌ম্মেদ (২৪) না‌মে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।বুধবার (১ জুন) বিকেলে ময়মনসিংহ মে‌ডি‌ক্যাল ক‌লেজ (মমেক) হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত সা‌ব্বির সাতানী শ্রীবরদী এলাকার মৃত জালাল উদ্দিনের ছে‌লে। তিনি শেরপুরে কৃ‌ষি ডি‌প্লোমার কোর্স সম্পন্ন ক‌রেছিলেন। নি‌হতের স্বজ‌নদের সূ‌ত্রে জানা যায়, সা‌ব্বির আহ‌ম্মেদ গত চার‌ দিন ধ‌রে ‌ঠিকম‌তো ঘুমা‌তে পা‌রছিলেন না। সকা‌লে সাতানী শ্রীবরদীর নিজ বা‌ড়ি‌তে বাথরুমে গিয়ে হার‌পিক পান ক‌রেন তিনি। নিহতের স্বজনরা আরও জানান, এরপর প‌রিবা‌রের সদস্যরা তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে শ্রীবরদী হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক সা‌ব্বির আহ‌ম্মেদ‌কে আশঙ্কাজনক অবস্থায় মমে‌ক‌ হাসপাতালে স্থানান্তর ক‌রেন। প‌রে তা‌কে মমে‌ক‌ হাসপাতালে ভ‌র্তি ক‌রলে সেখা‌নে চি‌কিৎসাধীন থাকা অবস্থায় বি‌কে‌লে তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা।  নিহ‌তের খালা‌তো ভাই শ‌ফিকুল ইসলাম বাবু জানান, তিনি সা‌ব্বিরের সঙ্গে ময়মন‌সিংহ গি‌য়ে‌ছিলেন। সেখানে যাওয়ার পথে তার কাছে হারপিক খাওয়ার কারণ জানতে চাইলে সাব্বির বলেন, চার‌দিন ধ‌রে ঠিকম‌তো ঘুম হয়‌নি তাই তিনি হার‌পিক পান ক‌রে‌ছেন।  সা‌ব্বি‌র মানসিকভাবে সমস্যাগ্রস্ত ছিলেন ব‌লে দাবিও করেন বাবু। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে  জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]