১ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব সংবাদদাতা ॥ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর বিভাগীয় রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেছেন, দেশের উন্নয়নে ও শৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঠাকুরগাও ১ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাও জেলা আনসার ব্যাটালিয়ন হেড কোয়ার্টার্সে আয়োজিত দরবার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের জাগ্রত হয়ে জনগণের কল্যাণে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, নারী-শিশু নির্যাতন, বাল্য বিবাহ, অপরাধ দমনেও কাজ করতে হবে।
তিনি নিয়মিত শরীর চর্চা, ব্যায়াম, ভালো খাবার, পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনে ব্যাটালিয়ন আনসার সদস্যদের প্রতি আহ্বান জানান। ঠাকুরগাও জেলা ১ আনসার ব্যাটালিয়নের পরিচালক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাও আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ মিনাজ আরেফিন, জেলা হিসাব রক্ষণ আসাদুজ্জামান সরকার, প্লাটুন কমান্ডার (অবঃ) বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম বাবলু।
১ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাদ ফজর দোয়া মাহফিল এবং জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, সদস্যদের দরবার, প্রীতিভোজ ও বিভিন্ন প্রকার খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঠাকুরগাও জেলা ১ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।