পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় বাদল মাস্টার (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাদল মাস্টার আজিজনগর এলাকার মৃত মমতাজ আলীর ছেলে। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল মাস্টার আজিজনগর বাজার থেকে সাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। মধ্য আজিজনগর এলাকায় মহাসড়কের কাছে আসলে সাইকেল থেকে নেমে পায়ে হেটে মহাসড়কে উঠতে যান তিনি।