1. [email protected] : Live Rangpur :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৫০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ

  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩০ Time View
ঠাকুরগাঁওয়ে ৫০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ
ঠাকুরগাঁওয়ে ৫০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। শুক্রবার (২৫ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয়।

সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, স্থানীয় জেলেদের কারেন্ট জাল ব্যবহারের খবর জানতে পেরে গ্রাম পুলিশের সদস্যদের অভিযানের নির্দেশ দেই। তারা অভিযান চালিয়ে প্রায় ৩০টি কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, একটি মা মাছ থেকে অগণিত পোনা পাওয়া সম্ভব। এসব পোনা বড় হওয়ার সুযোগ দিতে হবে। তাহলে দেশীয় মাছের চাহিদা অনেকটাই পূরণ হবে বলে আশা করি। কিন্তু অসাধু মাছ শিকারিরা বিভিন্ন চায়না ও নিষিদ্ধ জাল দিয়ে এমনভাবে মাছ শিকার করছেন, যে ছোট-বড় সব ধরনের মাছ এই জালে আটকা পড়ে। এভাবে মাছ শিকার করলে আগামী দিনে দেশীয় মাছ চাহিদা মতো পাওয়া যাবে না।

মতিউর রহমান আরও বলেন, একটি ইউনিয়নে অভিযান চালিয়ে যদি ৩০টি কারেন্ট জাল জব্দ করা হয়। তাহলে জেলাজুড়ে কি পরিমাণে কারেন্ট জাল ব্যবহার হচ্ছে? সেটা ভেবেই আমি শঙ্কিত। মৎস্য সম্পদ রক্ষার্থে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হব।

ঠাকুরগাঁও জেলা মৎস্য বিভাগের সূত্রমতে, জেলাজুড়ে প্রায় ১৬০টি ছোট-বড় খোলা জলাশয় ও ১৭টি নদী রয়েছে। মুক্ত জলাশয়ে মাছ উৎপাদে সম্ভাবনাময় জেলা হিসেবেই বিবেচিত হয় ঠাকুরগাঁও। তবে গভীর রাতে অভয়ারণ্য থেকে মৎস্য শিকার ও কারেন্ট জাল ব্যবহার করছেন কিছু জেলে।

লোকবলের অভাবে মৎস্য বিভাগ তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা মো. খালিদুজ্জামান বলেন, জেলায় আমাদের লোকবলের অভাব রয়েছে। এছাড়া, অভয়ারণ্যে মাছ শিকার ও কারেন্ট জালের ব্যবহারের ক্ষেত্রে গভীর রাতের সময়কে বেছে নিচ্ছে জেলেরা। স্থানীয় পর্যায়ের সহযোগিতা পেলে এসব জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com