1. [email protected] : Live Rangpur :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:৪৯ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৮ Time View
তেঁতুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
তেঁতুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ভজনপুর বাসামোড় নামক এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দেবনগড় ইউনিয়নের শিবচন্দী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে নুর ইসলাম (৫০) ও তার স্ত্রী জোসনা বেগম (৪০)।

পারিবারিক সূত্রে জানা যায়, তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা শ্যালিকার স্বামীকে দেখতে মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হন নুর ইসলাম। ভজনপুর বাসামোড় এলাকায় আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠতে গেলে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালানোর চেষ্টা করে।

স্বামী-স্ত্রী দুবনই গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয়দের সহায়তায় তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম ভূঁইয়া দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com