1. [email protected] : Live Rangpur :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

রাণীশংকৈলে জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ইতি আকতারকে সংবর্ধনা

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৬৪ Time View
রাণীশংকৈলে জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ইতি আকতারকে সংবর্ধনা
রাণীশংকৈলে জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ইতি আকতারকে সংবর্ধনা
রাণীশংকৈলে জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ইতি আকতারকে সংবর্ধনা
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সংগীত বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’র আওতায় সংগীত প্রতিযোগিতায় লোক সংগীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় ইতি আকতারকে সংবর্ধনা দিয়েছে। ইতি আকতার রাণীশংকৈল সংগীত বিদ্যালয় ও রাণীশংকৈল পাইলট হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। সে রাণীশংকৈল পৌর শহরের বসাকপাড়ার দরিদ্র শ্রমিক নজরুল ইসলাম ও তার স্ত্রী জুলেখা বেগমের মেয়ে। এ উপলক্ষে ওই সংগীত বিদ্যালয় প্রাঙ্গণে গত শুক্রবার ২৮ জুলাই রাতে বিদ্যালয় সভাপতি সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক অধ্যক্ষ ও সংগীত বিদ্যালয়ের উপদেষ্টা তাজুল ইসলাম,  সংগীত বিদ্যালয়ের উপদেষ্টা কবি-গীতিকার-সাংবাদিক আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক
সংগঠনের নেতা-কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বেতারশিল্পি সুকুমার চন্দ্র মোদক। অনুষ্ঠানে ইতি আকতারকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অতিথিরা তাদের বক্তব্যে ইতি আকতারের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উপস্থাপনা করেন  সংগীত বিদ্যালয়ের সহ-সম্পাদক বেতার শিল্পি প্রশান্ত বসাক।পরে সংগীত বিদ্যালয়ের শিল্পিরা এবং ইতি আকতার সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com