1. [email protected] : Live Rangpur :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৭৩ Time View
ঠাকুরগাঁওয়ে এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
ঠাকুরগাঁওয়ে এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কোরআন খতম দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দলটি নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীর সভাপতিত্বে এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তমিজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালেকুল হক টুলু, সহ- সাধারণ সম্পাদক মনতাজুর রহমান মন্তা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, যুগ্ম দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম শ্যামলসহ অন্যান্যরা।

পৌর শহরের হাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ মোহাম্মদ তছিকুল ইসলাম দোয়া পরিচালনা করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যানের দিকনির্দেশনায় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টির অতীতেও যেমন শক্তিশালী ছিল এখনো আছে। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে বলেই আজ শক্ত অবস্থায় রয়েছে দলটি। কারণ, জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com