1. [email protected] : Live Rangpur :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬১ Time View
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি  স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ট্যাবলেট বিতরণের পূর্বে এক আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
এছাড়া বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, স্থানীয় সুশীল সমাজের জ্ঞানী-সুধীজন, শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্যরা।
আলোচনা শেষে নবম ও দশম শ্রেণীর মেধাবী ৮৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করেন অতিথিরা।
সদর উপজেলার মধ্যে মোট ৮৫০ জন শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক স্কুল ১২৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬ টি করে নবম শ্রেণীর ৩ টিসহ মোট ট্যাব ৭৬৮ টি। মাদ্রাসায় ৩৮ টি প্রতিটি প্রতিষ্ঠানে নবম শ্রেণীর ১টি ও দশম শ্রেণীর ১ টি মোট ট্যাব ৭৬ টি। টেকনিক্যাল স্কুল ৩টি প্রতিটি স্কুলে নবম শ্রেণীর ১টি দশম শ্রেণীর ১টি মোট ট্যাব ৬টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com