1. princerangpur@gmail.com : Rangpur24 :
কাদেরকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন ফখরুল - Rangpur24.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

কাদেরকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন ফখরুল

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ওবায়দুল কাদের কথায় কথায় বলতেন আমরা পালাবো না। আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন তিনি। এখন উনি কোথায়, পালিয়ে গেলেন কেন? আমার বাড়িতে এসে লুকিয়ে আছে নাকি? এখন আমি ঠাকুরগাঁওয়ে আছি। আপনাকে আমন্ত্রণ জানালাম, চলে আসেন।

বুধবার (১৪ আগস্ট) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, সবারই গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার রয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে জনগণের মুখ চেপে ধরেছিল। দেশটাকে তারা লুটপাট করেছে। কেউ কথা বললে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমাদের দলের প্রায় ৭০০ নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী লীগ।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রতিটি সময় সব ষড়যন্ত্র রুখতে সবার পাশে আছে। আপনারা কথা দেন আপনারা প্রতিটি সময় হিন্দু ভাইদের পাশে থাকবেন। দেশের যেকোনো হামলা এলে সবাই একত্রিত হয়ে মোকাবিলা করবেন।

শেখ মুজিবুর রহমানকে অসম্মানের জন্য শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, আজকে শেখ হাসিনার জন্যই শেখ মুজিবুর রহমানকে মানুষ অসম্মান করছে। শেখ হাসিনা এতো অত্যাচার করেছে এ দেশের মানুষের ওপর; যার ফলশ্রুতিতে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর এদিকে জনগণ ক্ষিপ্ত হয়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি টেনেহিঁচড়ে ফেলে দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত আবু সাঈদ ও মুগ্ধের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, মুগ্ধ ও আবু সাঈদের মতো অনেক ছাত্র-জনতাকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকারে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা। নিরিহ মানুষের ওপর যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে, তারই ফলশ্রুতিতে বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com