কারখানায় উৎপাদনের গতি বাড়াতে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার (সাভার) মেজর জেনারেল মো. মঈন খান। তিনি বলেন, নিরাপত্তা জোরদার করে ব্যবসা-বাণিজ্য ও শিল্প-কারখানায় উৎপাদনে গতি না আনা গেলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। গতকাল মঙ্গলবার এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে ব্যবসা-বাণিজ্য ও শিল্প-কারখানার নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভার আয়োজন করা হয়। সেখানে শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা চায় এফবিসিসিআই।