fbpx
রংপুরস্থ বদরগঞ্জ সমিতির ফুলেল শুভেচ্ছা

রংপুরস্থ বদরগঞ্জ সমিতির ফুলেল শুভেচ্ছা

রংপুরস্থ বদরগঞ্জ সমিতির ফুলেল শুভেচ্ছা
রংপুরস্থ বদরগঞ্জ সমিতির ফুলেল শুভেচ্ছা

অতিরিক্ত সচিব রেজাউল ইসলামকে রংপুরস্থ বদরগঞ্জ সমিতির ফুলেল শুভেচ্ছা
খবর/প্রেস বিজ্ঞপ্তি।।
ধর্মমন্ত্রনালয়ের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় রংপুরের বদরগঞ্জ উপজেলার সিও বাজার ডাঙ্গা পাড়ার সাধারন মধ্য বিত্ত পরিবারের সন্তান রবিউল ইসলামকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়েছে রংপুরস্থ বদরগঞ্জ সমিতি।
বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর স্থানীয় একটি হোটেলে অতিরিক্ত সচিব রেজাউল  ইসলামকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। রংপুরস্থ বদরগঞ্জ সমিতির সভাপতি সোনালী ব্যাংকের ডিজিএম অবঃ জিয়াউল ইসলাম আনোয়ারীর সভাপতিত্বে ও সমিতির সাধারন সম্পাদক প্রফেসর তাহের মন্ডলের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, সমিতির সদস্য নীলফামারীর জেলা ও দায়রা জজ অবঃ হাছানুজ্জামান, কর্ণফুলী পেপার মিলেন এমডি, প্রকৌশলী মোছাব্বেরুল ইসলাম, কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর মোঃ নাসিম উদ্দিন, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী খয়রাত হোসেন,, প্রকৌশলী আবদুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি মাহফুজার রহমান, কৃষি ব্যাংকের ডিজিএম অবঃ আশরাফ উদ্দিন, রংপুর সোনালী ব্যাংকের ডিজিএম মামুনুর রশীদ হিলালী, ইউনিয়ন ব্যাকের ব্রাঞ্চ ম্যানেজার শাহীন আলম, প্রফেসর আব্দুল বাতেন, প্রফেসর ময়েন উদ্দিন শাহ, সাংবাদিক ফেরদৌস আলী, বেরোবির লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের ইবনে তাহের। জান্নাতুল নাহার তুলির সঞ্চলনায় এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সদস্য, সাইফুল ইসলাম, ফজলুল করিম, শেখ সোহরাব হোসেন সুইট, মোশফেকুল ইসলাম আনোয়ারী, বাবুল সরকার, মোঃ মাহফুজ, খোরশেদ বকশি, লিপি বানু, রোকসানা বেগম, সাদাকান্নুর নাহার, সোমা চক্রবর্তী, ঈশরাত জাহান ঈশিতা, বেলাল হোসেন,  প্রচার সম্পাদক ও এশিয়ান টিভির ব্যুরো প্রধান বাদশাহ ওসমানীসহ সমিতির নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ পরিবারের সন্তান মেধাবী রবিউল ইসলামের মতো আরো যোগ্যতা সম্পন্ন সু-সন্তান সবার পরিবারে জন্ম নিয়ে মানবতা ও দেশের সেবায় এগিয়ে আসবে। তাদের এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে। পরে সকলের সুস্বাস্থ্য ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©Live Rangpur By  Rangpur24.com
Desing & Developed BY mahfuz Alam prince rangpur24.com