1. [email protected] : Live Rangpur :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

বাকবিশিস’র বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪৯ Time View
বাকবিশিস’র বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
বাকবিশিস’র বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রংপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাকবিশিস’র বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসাভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় বাকবিশিস’র আয়োজনে রংপুর টাউনহল হতে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়ে সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন। বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কালে শিক্ষক নেতৃবৃন্দ ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহবান জানিয়ে বলেন গুণগত শিক্ষার জন্য দরকার মানসম্মত শিক্ষক। শিক্ষকতা পেশাকে সম্মানজনক করতে প্রয়োজন শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক স্বচ্ছলতা। সেজন্য বিক্ষিপ্তভাবে সরকারীকরণ না করে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের আহবান জানান তারা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাকবিশিস’র রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক রওশানুল কাওছার সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ময়েন উদ্দিন শাহ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মমিনুল হক, মহানগর সভাপতি নবিব হোসেন লাভলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহানারা বেগম।
এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুল মান্নান স্মারকলিপি গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]