fbpx
রংপুর র‍্যাবের জালে গৃহবধূ হত্যার দুইহোতা স্বামী আয়ান ও স্ত্রী হাসিনা

রংপুর র‍্যাবের জালে গৃহবধূ হত্যার দুইহোতা স্বামী আয়ান ও স্ত্রী হাসিনা

রংপুর র‍্যাবের জালে গৃহবধূ হত্যার দুইহোতা স্বামী আয়ান ও স্ত্রী হাসিনা
রংপুর র‍্যাবের জালে গৃহবধূ হত্যার দুইহোতা স্বামী আয়ান ও স্ত্রী হাসিনা

রংপুর নগরীর বীরভদ্র বালাটারীতে কিস্তি ও বাজার খরচের টাকা চাইলে স্বামী ট্রাক ড্রাইভার আইনুল দ্বিতীয় স্ত্রী জোসনা বেগমকে বেধম প্রহর করে। একপর্যায়ে মুর্মুয অবস্থায় স্ত্রী পানি খেতে চাইলে পাষন্ড স্বামী পানির পাইপ দিয়ে মুখে ঢুকিয়ে পাম্প চালু করে দিলে জোসনার মৃত্যু নিশ্চিত জেনে পালিয়ে যায় আইনুল। এঘটনায় বুধবার রাতে মুন্সিগঞ্জের নরসিংদী হতে খুনি আইনুল ও প্রথম স্ত্রী হাসিনা কে গ্রেফতার করে র‍্যাব ১৩ ব্যাটালিয়ন সদর রংপুর ও র‍্যাব ১১ সিপিএসসি নরসিংদী একটি আভিযানিক দল। বৃহস্পতিবার বিকেলে রংপুর র‍্যাব ১৩ অধিনায়কের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্যদেন র‍্যাব ১৩ অধিনায়ক আরাফাত ইসলাম।

উলেখ্য গত ১৯ মে ২০২৩ তারিখ বিকালে রংপুর জেলার মাহিগঞ্জ থানাধীন বীরভদ্র বালাটারী গ্রামের স্বামী মোঃ আইনুল হক @ আয়ান (৪২) এর হাতে নিজ স্ত্রী জোসনা বেগম (৪০) খুন হয়। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চা ল্যের সৃষ্টি হয়। বিভিন্ন সূত্রে জানা যায় যে, আসামী আইনুল হক @ আয়ান (৪২) ১ম বিবাহের কথা গোপন রেখে ভিকটিম জোসনা বেগম (৪০)’কে ইসলামী শরিয়ত মোতাবেক ১৬ বছর পূর্বে বিবাহ করে। এর মধ্যে সে ০৩ (তিন) সন্তানের জন্ম দেয়। বিয়ের পর ভিকটিম জোসনা বেগম (৪০) জানতে পারে তার স্বামী পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল যা তার কাছে গোপন করা হয়েছে। পরবর্তীতে জোসনা বেগম (৪০) ১ম স্ত্রীর কথা জানতে পারলে তখন থেকেই তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় এবং সংসারে অশান্তি দেখা দেয়। গত ১৮ মে ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় কিস্তি ও বাজার খরচের টাকা চাইলে আসামী মোঃ আইনুল হক @ আয়ান (৪২) এবং তার ১ম স্ত্রী হাসিনা বেগম (৪১) ২য় স্ত্রী ভিকটিম জোসনা বেগম (৪০)কে গাছের ডাল দিয়ে বেধরক মারধর করে এবং তাকে গুরুতর আহত করে ফেলে রাখে। ভিকটিম এর অবস্থা গুরুতর হলে তার চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো তাকে ঘরের ভিতর আটকে রাখে তার পাষন্ড স্বামী। গত ১৯ মে ২০২৩ তারিখ বিকাল ০৩.৩০ টায় আবারও স্বামী আইনুল হক @ আয়ান (৪২), ১ম স্ত্রী হাসিনা বেগম ও তার বন্ধু মিলন মিয়া (৪০) মিলে ভিকটিমকে অকথ্য নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায়ে জোসনা বেগমের মৃত্যু নিশ্চিত করতে ভিকটিমের মুখের ভিতর পানির পাইপ ঢুকিয়ে পানির পাম্প চালু করে দেয়। ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে আসামীগণ কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। প্রতিবেশীরা এসে ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় দেখে মাহিগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। মাহিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ০৮.৪০ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন। ভিকটিমের বোন নিজে বাদী হয়ে গত ২০/০৫/২০২৩ ইং তারিখে আসামীদের রিরুদ্ধে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানায় ০১টি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৭, তারিখ-২০/০৫/২০২৩, ধারা-১৮৬০ সালের দন্ডবিধি আইনের ৩০২/৩৪ ধারা। ঘটনার পর পরই আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©Live Rangpur By  Rangpur24.com
Desing & Developed BY mahfuz Alam prince rangpur24.com