fbpx
রংপুর সিটি কর্পোরেশন পরিদর্শনে কানাডিয়ান হাই কমিশনার এইচ ই লিলি নিকোলস

রংপুর সিটি কর্পোরেশন পরিদর্শনে কানাডিয়ান হাই কমিশনার এইচ ই লিলি নিকোলস

রংপুর সিটি কর্পোরেশন পরিদর্শনে কানাডিয়ান হাই কমিশনার এইচ ই লিলি নিকোলস
রংপুর সিটি কর্পোরেশন পরিদর্শনে কানাডিয়ান হাই কমিশনার এইচ ই লিলি নিকোলস

রংপুর সিটি কর্পোরেশন পরিদর্শনে কানাডিয়ান হাই কমিশনার এইচ ই লিলি নিকোলস
স্টাফ রিপোর্টার ॥
রংপুর সিটি কর্পোরেশন পরিদর্শনে কানাডিয়ান হাই কমিশনার এইচ ই লিলি নিকোলস। গতকাল বুধবার সকাল ১১টায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন কানাডিয়ান হাই কমিশনার এইচ ই লিলি নিকোলস।
সৌজন্য স্বাক্ষাত শেষে কানাডিয়ান হাই কমিশনার এইচ ই লিলি নিকোলস রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ঘুরে দেখেন এবং বিভিন্ন কার্যক্রমের খোজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, কানাডিয়ান দূতাবাসের হেড অফ কো-অপারেশন জো গুডিংস, ইউনিসেফ রাজশাহী ও রংপুর বিভাগ অফিস প্রধান এএইচ তৌফিক আহমেদ এবং ইউনিসেফ চিফ অফ চাইল্ড (সুরক্ষা) নাটালি ম্যাককলি, রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ ও স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©Live Rangpur By  Rangpur24.com
Desing & Developed BY mahfuz Alam prince rangpur24.com