দিনাজপুরের খানসামায় ৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আত্রাই নদীর পশ্চিম পাড় হতে ওয়ালটন মোড় হয়ে পাকেরহাটে মাদক নিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী রতনদিঘি এলাকার দবিরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২২), বীরগঞ্জ উপজেলার সুজালপুর গোরস্থান এলাকার প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে আ. সাত্তার (৫৮), খানসামা উপজেলার জাহাঙ্গীরপুর হলিদিপাড়ার প্রয়াত আফতাব উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (৫২) ও গোবিন্দপুর গ্রামের বানিয়াপাড়ার শামসুল হকের ছেলে আ. সামাদ।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। জব্দ এ মাদকের বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। আটকের পর তাদের মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।