fbpx
তিনতলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

তিনতলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরে তিনতলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
দিনাজপুরে তিনতলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে মাদরাসার তিনতলা ভবন থেকে পড়ে মো. শাওন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের শাসালপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।

মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাওন মোস্তফাপুর ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি মাদরাসায় নাজেরা বিভাগে অধ্যয়নরত ছিল। পড়াশোনা শেষ করে রাত সাড়ে ১০টার দিকে তিনতলায় খাবারের রুমে যাওয়ার আগে হাত ধোয়ার সময় পা পিছলে তিনতলা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে রাতে দুই ইউনিয়নের চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বিষয়টি আলোচনা করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি জেনেছি। কারো কোনো অভিযোগ না থাকায় আইনগত কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©Live Rangpur By  Rangpur24.com
Desing & Developed BY mahfuz Alam prince rangpur24.com