1. [email protected] : Live Rangpur :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ডাক্তারের ‘আত্মহত্যা’

  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৬২ Time View
পঞ্চগড়ে ডাক্তারের ‘আত্মহত্যা’
পঞ্চগড়ে ডাক্তারের ‘আত্মহত্যা’

পঞ্চগড়ে রিয়াজুল ইসলাম শুভ (২৭) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে পরিবারের লোকজন পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে জুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

মারা যাওয়া শুভ জেলা শহরের উত্তর জালাসী পাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও  মারা যাওয়া চিকিৎসকের পরিবার জানায়, শুভ ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ইন্টার্নী শেষে সম্প্রতি তিনি রংপুরের একটি বেসরকারি মেডিকেলে চাকরি শুরু করেন। ঈদ উদযাপনে বাড়িতে এসে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত মো. দুলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। নিহতের স্ত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com