1. [email protected] : Live Rangpur :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৪৮ Time View
তেঁতুলিয়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়
তেঁতুলিয়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে খোলা মাঠে নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

শুক্রবার (২১ এপ্রিল) জুমআ নামাযের পর তেঁতুলিয়া সরকারি কলেজ মাঠে এ নামাজ আদায় করা হয়।

পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান নামাজ ও মোনাজাত পরিচালনা করেন।

মুসল্লিরা জানান, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রোদে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে ক্ষেতের ফসল। আশঙ্কাজনকভাবে নেমে গেছে পানির স্তর। এ কারণে অনেকের বাড়ির টিউবওয়েলগুলোতে ঠিকমত পানি মিলছে না। তাই তারা জুমআর নামাযের পর মহান আল্লাহর রহমতের বৃষ্টি চেয়ে দু’রাকাত সালাতুল ইস্তিস্কার আদায় করেন।

মাওলানা আব্দুল হান্নান বলেন, অনাবৃষ্টি হলে ইস্তিস্কার নামাজ আদায় করতে হয়। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আমরা এই নামাজ আদায় করেছি। মহান আল্লাহ তাআলা বৃষ্টি দান করে সবাইকে রক্ষা করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com