1. [email protected] : Live Rangpur :
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিশেষ সাধারণ সভা

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৫৮ Time View
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিশেষ সাধারণ সভা
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিশেষ সাধারণ সভা

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত

 

[ঢাকা, ২৯ মার্চ, ২০২৩] ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে আজ, ২৯ মার্চ ২০২৩ সাল, বুধবার সকাল ১০:৩০ মিনিটে কোম্পানির এই বিশেষ সাধারণ সভা (ইজিএম) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বিএটি বাংলাদেশের চেয়ারম্যান জনাব গোলাম মইন উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

 

বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে কোম্পানির আর্টিকেল অফ এসোসিয়েশনের  অনুচ্ছেদ ৭৭ সংশোধন অর্থাৎ কোম্পানির পরিচালনা পর্ষদের মোট পরিচালকের সংখ্যা পাঁচজনের কম নয় বা পনেরো জনের অধিক নয় যা কিনা বিশেষ সিদ্ধান্ত হিসাবে অনুমোদিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক জনাব আফতাব উল ইসলাম এফসিএ, অ-নির্বাহী পরিচালক জনাব স্টুয়ার্ট কিড, অ-নির্বাহী পরিচালক জনাবা জাকিয়া সুলতানা, স্বতন্ত্র পরিচালক জনাব কে এইচ মাসুদ সিদ্দিকী, অ-নির্বাহী পরিচালক জনাব সিরাজুন নূর চৌধুরী, অ-নির্বাহী পরিচালক জনাব আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জনাব শেহজাদ মুনীম, অর্থ পরিচালক জনাবা আমান মুস্তাফিজ ও কোম্পানি সচিব জনাব মো. আজিজুর রহমান এফসিএস।

২০২২ সালে কোম্পানিটি মূল্য সংযোজন কর বা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসাবে জাতীয় কোষাগারে ২৯ হাজার ৫৩০ কোটি টাকা রাজস্ব প্রদান করে, যা বিএটি বাংলাদেশকে দেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]