fbpx
গাইবান্ধায় কয়েলের আগুনে পুড়ে মরল ৪ গরু

গাইবান্ধায় কয়েলের আগুনে পুড়ে মরল ৪ গরু

গাইবান্ধায় কয়েলের আগুনে পুড়ে মরল ৪ গরু
গাইবান্ধায় কয়েলের আগুনে পুড়ে মরল ৪ গরু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কয়েলের আগুনে পুড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) ভোরে উপজেলার তারাপুর ইউনিয়নে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজামখাঁ গ্রামের মৃত আনছার আলীর ছেলে এনামুল হক সেহরি খেয়ে ঘুমানোর পর জ্বালিয়ে রাখা কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় এনামুল হক ডাক-চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে এলেও চারটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে দুটি ঘর ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এনামুল হক বলেন, ‘সেহরি খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুনের বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি সব শেষ। সংসার চলার সম্বল ৪টি গরু পুড়ে মারা গেছে।

তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন সহযোগিতার আশ্বাস দিয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মণ্ডল বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত হয়েছি। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতায় ঢেউটিন ও নগদ অর্থ সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©Live Rangpur By  Rangpur24.com
Desing & Developed BY mahfuz Alam prince rangpur24.com