কাহারোল শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন
অনুষ্ঠিত নির্বাচনে ২৫৩ জন ভোটারের মধ্যে ২৪৪ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও বোচাগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো: জয়নাল আবেদীন জানান। নির্বাচনে চেয়ারম্যান পদে মাহাবুবুর রহমান ‘চেয়ার’ প্রতীকে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন বেলা রানী রায় ‘গোলাপ ফুল’ প্রতীকে ৬৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, সেক্রেটারী পদে মো: রস্তম আলী ‘বই’ প্রতীকে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি গায়ত্রী রানী অধিকারী ‘ছাতা’ প্রতীক ৬৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ডিরেক্টর পদে ২জন নির্বাচিত তারা হলেন, পরিমল চন্দ্র রায় ‘ডাব’ প্রতীকে ১৮৮ ভোট পেয়ে এবং জবাইদুর রহমান ‘মই’ প্রতীকে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
তাদের পদে মো: রবিউল ইসলাম ‘তালাচাবি’ প্রতীকে ৬৭ ভোট এবং অনুপম চন্দ্র রায় ‘আম’ প্রতীকে ৪৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, ট্রেজারার পদে ২জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, নিত্য গোপাল রায়‘দোয়াত কলম’ প্রতীক ও মর্ম চন্দ্র রায় ‘মোমবাতি’ প্রতীক। অনুষ্ঠিত নির্বাচনে সার্বিক সহযোগিতা করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: আহাদ আলী মন্ডল, মোছা: নাজমিন আরা, উপজেলা সমাবয় অফিসার সারোয়ার মুর্শেদ, কাল্ব-এর ব্যাবস্থাপক মো: আব্দুস সবুর। এদিকে মাহাবুবুর রহমান-মো: রস্তম আলী প্যানেল বিজয়ী হওয়ায় কাহারোল উপজেলার অন্যান্য শিক্ষক, কর্মচারী ও কাহারোল প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, শুশিল সমাজের নেতৃবৃন্দ নির্বাচিতদেরকে অভিনন্দ ও শুভেচ্ছা জানিয়েছেন।