ভূরুঙ্গামারীতে সরকারি চালসহ ব্যবসায়ী আটক

ভূরুঙ্গামারীতে সরকারি চালসহ ব্যবসায়ী আটক

ভূরুঙ্গামারীতে সরকারি চালসহ ব্যবসায়ী আটক
ভূরুঙ্গামারীতে সরকারি চালসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর একটি গোডাউন থেকে ১৪৮ মণ সরকারি চাল জব্দ করা হয়েছে। এসময় গোডাউনটির মালিক খবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) সকালে এতথ্য নিশ্চিত করছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকার খবিরুল ইসলাম নামের ওই ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালায় পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে খবিরুল ধান চাল কেনা বেচা করছেন। হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয় করে বিক্রি করতেন তিনি। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খবিরুলের গোডাউনে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১৪৮ মণ (৫৯২০ কেজি) সরকারি চাল জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনের কাছে এ বিষয় জানতে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

ওসি নজরুল ইসলাম বলেন, সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।সুত্র-রাইজিং বিডি

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©Live Rangpur By  Rangpur24.com
Desing & Developed BY NewsSKy