জমকালো আয়োজনে কারুপণ্যের ২৫তম বর্ষপূর্তি উদযাপন
-
বুধবার, ১৫ মার্চ, ২০২৩
জমকালো আয়োজনে কারুপণ্যের ২৫তম বর্ষপূর্তি উদযাপন
জমকালো আয়োজনে কারুপণ্যের ২৫তম বর্ষপূর্তি উদযাপন
“কুটির শিল্প ভিত্তিক পণ্য, গুনে মানে অনন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে গৌরবান্বিত একটি প্রতিষ্ঠান কারুপণ্য ২৫ বছর অতিক্রম করেছে।
এ উপলক্ষে ঢাকঢোল পিটিয়ে জমকালো আয়োজনে বুধবার (১৫ মার্চ) সকালে শহরের কালিবাড়িতে কারুপণ্যের প্রধান কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এ দিবসটি উদযাপনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় ও ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন নিলু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যপোলো, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক ক্লাবে গিয়ে সমবেত হয়।
র্যালিতে কারুপণ্যের প্রতিষ্ঠাতা ও পরিচালক চন্দনা ঘোষ সহ প্রতিষ্ঠানের অন্যান্য সহযোগীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media