1. princerangpur@gmail.com : Rangpur24 :
তৈরি ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড - Rangpur24.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

তৈরি ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড

  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২ Time View
তৈরি ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড
তৈরি ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড

নকল কার্ডে পণ্য বিতরণ রোধে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তথ্য যাচাই করে সুবিধাভোগীদের জন্য ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি তৈরি প্রস্তুত করেছে।এর আগে সারা দেশে এক কোটি ফ্যামিলি কার্ড ইস্যু করেছিল টিসিবি।এর মধ্যে এ পর্যন্ত ৫৭ লাখ কার্ড হালনাগাদ করা হয়েছে, তবে ৪৩ লাখ কার্ড এখনও স্থানীয় প্রশাসন যাচাই করতে পারেনি বলে জানান টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, একই পরিবারের ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের নকল ঠেকাতে হালনাগাদ তথ্য প্রয়োজন।বিষয়টি ব্যাখ্যা করে কবির বলেন, এক কোটি হাতে লেখা কার্ড যখন এনআইডির সঙ্গে একীভূত করা হয়, তখন দেখা যায় কিছু ব্যক্তি একই এনআইডি ব্যবহার করে ঢাকায় একটি কার্ড এবং অন্য একটি কার্ড তাদের নিজ শহরে নিয়েছিল। এ কারণে যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন ৪৩ লাখ কার্ড বাদ দেওয়া হয়েছিল।  তিনি বলেন, এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য পণ্য পাচ্ছেন।

আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবি সাশ্রয়ী মূল্যে ঢাকায় পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং রাজধানীর বাইরে চারটি পণ্য বিক্রি করবে বলেও জানান তিনি। এ লক্ষ্যে টিসিবি প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। রমজানে পণ্যের কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন হুমায়ুন কবির। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি সারা বছরই ট্রাকে করে বিক্রি হয় উল্লেখ করে তিনি বলেন, রমজানে ঢাকায় ছোলা ও খেজুর বিক্রি হবে। রাজধানীর বাইরে আরও তিনটি পণ্যের তালিকায় যুক্ত হবে ছোলা।

এসব পণ্য  ক্রয়ে দরপত্র চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।  ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নতুন ডিলার নিবন্ধন বতমানে স্থগিত রয়েছে, কারণ আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তিনি জানান, গণমাধ্যম ও টিসিবির ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ করা হবে। রাজনৈতিক ও সরকার পরিবর্তনের কারণে টিসিবির মনিটরিং প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com