1. princerangpur@gmail.com : Rangpur24 :
রংপুরে ঐতিহ্যবাহী রাস উৎসব ২০২৪ - Rangpur24.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

রংপুরে ঐতিহ্যবাহী রাস উৎসব ২০২৪

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৪ Time View
রংপুরে ঐতিহ্যবাহী রাস উৎসব ২০২৪
রংপুরে ঐতিহ্যবাহী রাস উৎসব ২০২৪

রংপুরে ঐতিহ্যবাহী রাস উৎসব ২০২৪

রঞ্জিত দাস ।

রংপুর নগরীর ২০ নং ওয়ার্ড পালপাড়া মদনমোহন ঠাকুর বাড়ি আখড়ায় সনাতনী হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান রাস উৎসব ও মেলা  শুক্রবার রাতে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু শ্রী বিজয় চন্দ্র দাস, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মদন মোহন ঠাকুরবাড়ি মন্দির (আকরা) সভাপতি ডক্টর নিখিলেন্দু শংকর গুহ রায়, এ সময় উপস্থিত ছিলেন মদনমোহন ঠাকুরবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ দাস মনু বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মোঃ আবুল কালাম আজাদ, রংপুর সচিব রংপুর সিটি কর্পোরেশন জয় শ্রী রাম, সঞ্চালনায় ছিলেন বাপ্পি দে, এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহানগর মোহাম্মদ শামসুজ্জামান সামু, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর অ্যাড মাহফুজ নবী ডন, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মোঃ ওয়াসিমুল বাড়ি রাজ, সাবেক ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন পারভেজ, ২০নং ওয়ার্ডের সাবেক কমিশনার বহুলুল ইসলাম জেপলিন, উল্লেখ্য রাস মূলত, শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারার অনুষ্ঠিত এক ধর্মীয় উৎসব। জনশ্রুতি প্রচলিত আছে যে শ্রীচৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসব সূচনা করেছিলেন নদীয়ার নবদ্বীপে।  রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তি আরাধনায় রাসের প্রধান বৈশিষ্ট্য। ঐতিহ্যবাহী রাস উৎসব বৈষ্ণব ধর্ম অবলম্বী মানুষ তো বটেই তাছাড়া বহু দূর-দূরান্ত থেকে মানুষ রংপুর নগরীর ২০ নং ওয়ার্ড পালপাড়ায় এই রাশ সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব দেখতে শত শত মানুষের আসা যাওয়া চলছে ১৫ দিনব্যাপী এই উৎসব দেখতে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com