1. princerangpur@gmail.com : Rangpur24 :
পার্বতীপুরে সিয়াম ফুটবল গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত - Rangpur24.com
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

পার্বতীপুরে সিয়াম ফুটবল গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪ Time View
পার্বতীপুরে সিয়াম ফুটবল গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
পার্বতীপুরে সিয়াম ফুটবল গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে সিয়াম ফুটবল গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

পার্বতীপুর জামতলি যুব সংঘ ও অত্র এলাকাবাসীর আয়োজনে ৮ দলের মিজানুর রহমান (সিয়াম) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মন্মথপুর জামতলি যুব সংঘ আয়োজিত পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের প্রধান পৃষ্ঠপোষকতায় উক্ত খেলার হাড্ডাহাড্ডি লড়াইয়ে এ, এফ, সি আদিবাসী ফুটবল দল দিনাজপুর বনাম সফলতার মঞ্চ পার্বতীপুর দল অংশগ্রহণ করে। খেলায় ১-০ গোলে পার্বতীপুর সফলতার মঞ্চ দলকে পরাজিত করে দিনাজপুর এ, এফ, সি আদিবাসী দল জয়ী হয়।

আজ বুধবার ১৩ নভেম্বর বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের জামতলী স্কুল মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, ইঞ্জিনিয়ার সরদার মোহাম্মদ হামিদুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ, জেড, এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সহ সভাপতি অহিদুল হক সর্দার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান, ২ নং মন্মথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম নান্নু, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আলম, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেনজির আহমেদ, ইউপি সদস্য রিয়াজুল ইসলাম প্রমুখ।
প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন মোরশেদুল আলম, তার সহকারী হিসেবে ছিলেন হাবিবুল হক ও মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। মাঠে নারী-পুরুষের উপস্থিতি ছিলো কানায় কানায় ভরা। জামতলি যুব সংঘের পক্ষ থেকে তারা দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার ফুটবল প্রেমীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com