তৃতীয় দিনেও রংপুরে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও উপদেষ্টা নিয়োগের দাবিতে ব্লকেড কর্মসুচী পালন করেছে সাধারণ ছাত্রজনতা। দুপুরে নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ রংপুরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে এসে শেষ হয়।পরে সেখানে রংপুর -ঢাকা মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসুচী পালন করে ছাত্রজনতা।এসময় বক্তারা
জুলাই অভ্যুত্থানের সূতিকাগার আবু সাঈদের জন্মভূমি রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।ব্লকেড কর্মসুচীতে শিক্ষার্থী ছাড়াও সাধারন জনসাধরনও অংশগ্রহণ করেন। এসময় মহাসড়কে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।