নীলফামারী: সৈয়দপুরের বাজারগুলোয় আলুর দাম আকাশ ছুঁতে শুরু করেছে। ভয়াবহভাবে বেড়ে চলেছে এ পণ্যের দাম।হতাশ হয়ে পড়ছেন ক্রেতারা। তারা বলছেন, সবজি পণ্য হিসেবে সবচেয়ে কম দাম ছিল আলু। যেভাবে দাম বাড়ছে, মানা সম্ভব হচ্ছে না।বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, দেশি সাদা জাতের পাটনি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। এছাড়া হল্যান্ড, স্টিক ও কার্ডিনাল আলু ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে
সৈয়দপুর পৌর আধুনিক সবজি বাজারের তরিতরকারি বিক্রেতা সাহেদ আলী বলেন, পাইকারি বাজারে আলুর সরবরাহ কম। ফলে আলুর দাম বাড়তি। আমরা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি। গত শনিবার এ বাজারে সর্বোচ্চ ৬০ টাকা কেজিতে আলু বিক্রি হয়েছে।
সৈয়দপুরের তিনটি হিমাগার থেকে বেশি লাভের আশায় একশ্রেণির ব্যবসায়ী আলু বের করছেন না। তাদের শত শত আলুর বস্তা এখনো হিমাগারে মজুদ রয়েছে। হিমাগার থেকেই আলু ৬০ থেকে ৬১ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে এসে দাম বেড়ে ৭০-৭৫ কেজি হচ্ছে