উত্তরবঙ্গের ছাত্রজনতার বিক্ষোভে উত্তাল রংপুর
আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্রজনতার ৩ দফা দাবি বাস্তবায়নে ব্লকেড কর্মসুচী পালন করেছে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতা।
মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রংপুরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসুচী পালন করে ছাত্রজনতা।
এসময় বক্তারা সুষম উন্নয়ন ও অর্ন্তভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ না করে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।