1. princerangpur@gmail.com : Rangpur24 :
রংপুর কাউনিয়ায় বিতর্ক প্রতিযোগিতা - Rangpur24.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

রংপুর কাউনিয়ায় বিতর্ক প্রতিযোগিতা

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫ Time View
রংপুর কাউনিয়ায় বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা
রংপুর কাউনিয়ায় বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা
রংপুর কাউনিয়ায় বিতর্ক প্রতিযোগিতা
রঞ্জিত দাস।
গতকাল সকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাস্ট এনার্জি ট্রানজিশন নেওয়ার্ক বাংলাদেশের অংশ হিসেবে টেকসই ও ন্যায্য জ্বালানি রুপান্তরের আন্দোলনের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে রংপুরে ‘নবায়নযোগ্য জ্বালানি দিয়ে দেশের শতভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে করে অ্যাকশন এইড বাংলাদেশ ও ডপস। বিতর্কে অংশ নেয়, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কাউনিয়া মোফাজ্জল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্কের পক্ষ দল কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি, জলবিদ্যুৎ, উপকূলীয় অঞ্চলে বায়ুকল নির্মাণের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। নবায়ন্যযোগ জ¦ালানী খাতকে টেকসই, অর্থ সাশ্রয়ী উল্লেখ করে বিতার্কিকরা পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে বৈশি^ক উষ্ণতা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। অপরদিকে বিপক্ষ দল কাউনিয়া মোফাজ্জল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা, সোলার প্যানেল স্থাপনে ভূমি ও বিনিয়োগে জটিলতা, নদীতে পানির অভাবে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে না পারা এবং পর্যাপ্ত বায়ু থাকায় বায়ুকল স্থাপনে নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। সেই সাথে শতভাগ বিদ্যুতের চাহিদা মেটাতে নবায়নযোগ্য শক্তি ও জীবাশ্ম জ¦ালানী উভয়ের সংমিশ্রণের উপর গুরুত্বারোপ করা হয়। বিতর্কে কাউনিয়া মোফাজ্জল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা প্রথম স্থান অধিকার করে। ডপসের নির্বাহী উজ্জ্বল চক্রবর্তীর সভাপতিত্বে পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অ্যাকশন এইডের প্রোগ্রাম অফিসার নাজিয়া ইয়াসমিন, শিক্ষা কর্মকর্তা দিল আফরোজ সহ শিক্ষকরা। শেষে বিজয়ী ও বিজিত দলের বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com