১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তার নাম অনুসারেই কলেজটির নামকরণ করা হয়। ১৯১৭ সালের জুলাই মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলেজে আইএ এবং বিএ ক্লাস চালুর অনুমতি দেয়। শুরুতে প্রায় দুই বছরের জন্য রংপুর জেলা পরিষদ ভবনে কলেজটির পাঠদান কার্যক্রম চললেও, ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি মূল ভবনের উদ্বোধন করা হয়। জার্মান নাগরিক ড. ওয়াটকিন ছিলেন কলেজটির প্রথম অধ্যক্ষ।শতবর্ষী এই বিদ্যাপীঠের ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১০ নভেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। নবীন-প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীরা এই আনন্দ ভাগাভাগি করে নিতে প্রস্তুত। কলেজ ক্যাম্পাসজুড়ে চলছে সাজসাজ রব। গত শনিবার রাতে ঐতিহ্যবাহী ভবনগুলোকে আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে রয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “এসো তবে প্রাণে প্রাণে মিলি সবে” স্লোগানে জি.এল. হোস্টেল মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
দুই পর্বের অনুষ্ঠানমালায় প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মো. নুরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এ কিউ এম শফিউল আজম, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ ড. রেহেনা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দিলীপ কুমার রায়, এবং কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক।