ইমরোজ ইমু ,রংপর ঃ রংপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে ৩৩টি ওয়ার্ড আওয়মীলীগের নেতা-কর্মিদের উপস্থিতিতে শান্তি সমাবেশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়াক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল, দেশে উন্নয়ন চলছে- চলবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে লক্ষে রংপুরকে একটি মডেল ও আধুনিক নগরীতে গোড়ে তেলা হবে। তিনি আরও বলেন, আমি স্বস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে দুর্নীতিমুক্ত হাসপাতালে গড়ে তোলা হবে। এই দুর্নীতিবাজ পারিচালক ডাঃ শরীফুল হাসানকে কোন ভাবেই রংপুর থাকতে দেওয়া যাবেনা । রংপুর মেডিকেলের ৪র্থ শ্রেনীর কর্মচারীদের আন্দেলনকে আমি সাধুবাদ জানাই। সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, রংপুর মহানগর আওয়ামী নেতা কায়সার রাশেদ খান শরীফ, নবী উল্লাহ পান্না, নওশাদ রশিদ, এ্যাড. দিলশাদ ইসলম মুকুল, রোজাউল ইসলাম মিলন, ইদ্রীস আলী, ইঞ্জিনিয়ার শাহদৎ হোসেন, সফিকুল ইসলাম রাহেল , সাইফুল ইসলাম, এ্যাড. সুমন, জিন্নাত হোসেন লাভলু, মহনগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ, মহানগর মহিলা আওয়মীলীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক ইসমোত আরা বন্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ।