খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে আজ দুপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে গাইবান্ধা সদরে জেলা প্রশাসনের সহযোগিতায় টাস্কফোর্সের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে সদর উপজেলার ধানঘড়া, শাপলা মিল এলাকায় মেসার্স এস এ এগ্রো এন্ড ফার্মা লিঃ, ঢাকার নকল পশু ও মৎস্য খাবারের ফুড সাপ্লিমেন্ট প্যাকিং করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা ও আনুমানিক ৫ লক্ষ টাকার ওষুধ জব্দ করে গারবেজ এলাকায় ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইফতেকার রহমান, ডিসি অফিস, গাইবান্ধা। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জামিনুর রহমান, ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি)। পাশাপাশি জেলা ওষুধ প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণী সম্পদ দপ্তর এর কর্মকর্তাবৃন্দ।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।