হাতীবান্ধায় ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
-
মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
লালমনিরহাট প্রতিনিধি-
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় আব্দুল লতিফ (৪৭) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ গ্রামীণ ব্যাংকের বড়খাতা শাখায় ফিন্ড কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাড়ি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল লতিফ মোটর সাইকেল যোগে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিল। এ সময় তিস্তা ব্যারাজ থেকে আসা বড়খাতাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটিকে আটক করেন। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media