রানীশংকৈলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বুধবার(৬ নভেম্বর) দুপুরে উপজেলার প্রধান ফটকে মানববন্ধন এবং ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন এসব ঠিকাদাররা।
প্রায় মাস কয়েক আগে রোগীদের মধ্যে খাদ্য ও স্টেশনারির মালপত্র সরবরাহ এবং লিলেন ধোলাই কাজের দরপত্র আহ্বান করা হলেও এখনো তিনটি কাজের স্ব স্ব ঠিকাদারকে কাগজ বুঝিয়ে না দিয়ে নানা ভাবে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরীর বিরুদ্ধে।
মানববন্ধনে ঠিকাদাররা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হেদায়েতুল্লাহ নামে একজনকে ঠিকাদারি পাইয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরীর বিরুদ্ধে মানব বন্ধনে অভিযোগ এনে বক্তারা বলেন, নিয়মবর্হিভ’ত অন্য একজনকে কাজ পাইয়ে দিতে বিভিন্ন কৌশলে দরপত্রের ঝামেলা দেখিয়ে সমাধান দিচ্ছেন না এই স্বাস্থ্যকর্মকতার্।
জানা যায়, সুষ্ঠু সমাধান পেতে ঠিকাদার মাসুদ রানা গত ২৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রংপুর বরাবরে লিখিত অভিযোগ করেন।
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, ‘আব্দুস সামাদ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে আমাকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
জানা যায় , গত ১৮ আগষ্টে রোগীর পণ্য সরবরাহ, স্টেশনারি সরবরাহ ও লিলেন ধোলাই কাজের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।