1. [email protected] : Live Rangpur :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত তেঁতুলিয়ার জনজীবন

  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৬৩ Time View
সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত তেঁতুলিয়ার জনজীবন

কনকনে বাতাস ও তীব্র শীতের কারণে পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলা আবহাওয়া কিছুটা গরম থাকলেও কনকনে শীত অব্যাহত রয়েছে।সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

জানা গেছে, এ অঞ্চলে রাত থেকে ভোর পর্যন্ত বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো হালকা ঝরে পড়া কুয়াশা শীতের তীব্রতা বাড়িয়ে তুলছে। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে সকালেই কাজের জন্য ছুটে চলেছেন নিম্ন আয়ের দিনমুজুর মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুরজ্জামান জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এর আগে, শনিবার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি। রোববার (২২ জানুয়ারি) সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়াতেই, ৮ ডিগ্রী সেলসিয়াস।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মুখ দেখা মিললে মানুষের মধ্যে কিছুটা স্বস্তির ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com