1. [email protected] : Live Rangpur :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

তুষভান্ডারে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৩ Time View
তুষভান্ডারে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

আলোর পথে যাত্রী আমরা, তুমি স্বপ্ন সারথী। তোমার নেতৃত্বেই দেশ পেয়েছে, শান্তি, উন্নয়ন ও সম্মৃদ্ধি’ স্লোগানে ২১ জানুয়ারি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থা রংপুর বিভাগীয় কমিটির ব্যবস্থাপনায় তুষভান্ডার কাঞ্চনস্বর শহীদ শেখ রাসেল বিদ্যা নিকেতনের আয়োজনে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও শতাধিক অসহায়, দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তুখোর বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা বলেন, ‘ ঐতিহাসিক ১০ জানুয়ারি বাঙালি জাতির জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্মরণীয় দিন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষা আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে স্বাধীন দেশের মাটিতে পা রাখেন মুক্তির মহানায়ক। পূর্ণতা পায় মহান স্বাধীনতা। প্রিয়নেতাকে কাছে পেয়ে সেদিন সাড়ে সাত কোটি বাঙালি নতুন করে বেঁচে থাকার প্রেরণা পেয়েছিল। সেদিনই তারা শ্মশান বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার দীপ্তমন্ত্রে ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন-‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসাবে। সেই থেকে দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।’ এসময় উপস্থিত ছিলেন, এরশাদুল হক সভাপতি কাঞ্চনস্বর শহীদ শেখ রাসেল বিদ্যানিকেতন, প্রধান শিক্ষক নানিমুল হাসান, বাবুপাড়া উচ্চ বিদ্যালয়,রংপুর জেলা আওয়ামীলীগ নেত্রী ইক্তা হাছনা লুনা, মাহফুজ আলম প্রিন্স,সাধারন সম্পাদক, শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যান সংস্থা রংপুর বিভাগীয় কমিটি, হাবিবুল্লাহ বাহার ৯নং ওয়ার্ড মেম্বার ছাড়াও কাঞ্চনস্বর শহীদ শেখ রাসেল বিদ্যা নিকেতনের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্ত্থী ও অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]