1. princerangpur@gmail.com : Rangpur24 :
নিউ ইঞ্জিনিয়ার সন্ধানী সংঘের নতুন কমিটি গঠন  - Rangpur24.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

নিউ ইঞ্জিনিয়ার সন্ধানী সংঘের নতুন কমিটি গঠন 

  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৬ Time View
নিউ ইঞ্জিনিয়ার সন্ধানী সংঘের নতুন কমিটি গঠন 
নিউ ইঞ্জিনিয়ার সন্ধানী সংঘের নতুন কমিটি গঠন 
নিউ ইঞ্জিনিয়ার সন্ধানী সংঘের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, খবর বিজ্ঞপ্তির, স্টাফ রিপোর্টার
রংপুর মহানগরী ২০ নং ওয়ার্ড নিউ ইঞ্জিনিয়াপাড়ার সন্ধানী সংঘের ত্রি-বার্ষিক নির্বাচনে রেজাউল করিম রেজা (১৫৫ ভোট) সভাপতি ও ফাররহান উদ্দিন সাগর (১৩৭ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
গত শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান করেন ভোটাররা। সন্ধ্যা ৬ টার দিকে শুরু হয় ভোট গণনা। শেষ হয় রাত ১১ টায়।
নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি নাহিদ হাসান (২২৫ ভোট), সহ-সভাপতি হাবিবুর রহমান হিটলার (১৯৫ ভোট), সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী রবি (১৬৬ ভোট) , কোষাধ্যক্ষ হুমায়ুন কবির রনি (১৩৪ ভোট), দপ্তর সম্পাদক রেজাউল করিম রিংকু (১৪৯ ভোট), ক্রীড়া সম্পাদক খন্দকার ফিরোজ হোসেন রানা (১৩৮ ভোট), সহ ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান মুশফিক (১৫৩ ভোট), নাট্য, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক জহির হোসেন শুভ (১৭১ ভোট) সহ প্রচার ও প্রকশনা সম্পাদক খোরশেদ আলম খা জুয়েল (১৪৫ ভোট), ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুল রহমান আতিক (১৫৩ ভোট)
বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক রায়হান মনছুব, প্রচার ও প্রকাশনা সম্পদক জাহাঙ্গীর হোসেন মানিক, সদস্য ডা. মিজানুর রহমান রাজিব, মনোয়ারুজ্জামান (হিলফুল), বদরুল আলম বিটু, মাসুদ রান, হাসান আলী (ডিস), আনোয়ারুল ইসলাম পাপ্প, আরমান হোসেন।
২১টি পদের মধ্যে ৯ জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১২ পদে প্রতিদ্বন্ধিতা করেছেন ২৩ জন প্রর্থী। ৩১৯ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ২৮৬ জন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, প্রধান নির্বাচন কমিশন এ্যাডভোকেট রফিকুল ইসলাম, নির্বাচন কমিশন মিজানুর রহমান তালুকদার, সিদ্দিকুর রহমান সিদ্দিক, শওকত হোসেন বিপু। এসময় আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মনু ও সদস্য সচিব রিয়াজুল আবেদীন লিটন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com