রংপুরের কাউনিয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥
“সমবায়ে গড়ব দেশ, বৈষমাহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গতকাল শনিবার ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা ক্যাম্পাসে থেকে র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সকক প্রদক্ষিণ শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলার সমবায়কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আলিমুল রেজ্জ্বা খান জুয়েল।
প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউনিয়া বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম, কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির তারা ও আমবাগান ক্ষুদ্র সমবায় সমিতির সম্পাদক মোঃ মনিফুল ইসলাম প্রমুখ।###