1. princerangpur@gmail.com : Rangpur24 :
স্কাউট এর ৫দিন ব্যাপী ডেঙ্গু'র জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু - Rangpur24.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

স্কাউট এর ৫দিন ব্যাপী ডেঙ্গু’র জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬ Time View
স্কাউট এর ৫দিন ব্যাপী ডেঙ্গু'র জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু
স্কাউট এর ৫দিন ব্যাপী ডেঙ্গু'র জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু

রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের ১৫দিন ব্যাপী ডেঙ্গু’র জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু

খবর বিজ্ঞপ্তি:
“ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, অন্যকে সচেতন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি স্কাউটিং ও সমাজ সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে, বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা ও জেলা রোভারের আওতাধীন রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্ত মহাদল) এর উদ্যোগে এবং রংপুর সিটি কর্পোরেশন এর সহযোগিতায় ১৫দিন ব্যাপী ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে।

শুক্রবার সকালে রংপুর জেলা মডেল মসজিদ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বাদ জুম্মা ডেঙ্গু বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এর মধ্য দিয়ে “ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক ক্যাম্পেইন” এর কার্যক্রম শুরু হয়।

রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন সুমন এর সভাপতিত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলার জেলা রোভার স্কাউট লিডার মোঃ আব্দুর রহমান মিন্টু , এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মডেল মসজিদ এর খাদেম মোঃ রেজাউল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশন এর পরিচ্ছন্নতা কর্মী পরিদর্শক মোঃ একরামুল সহ রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ এর রোভার ও স্কাউট সদসবৃন্দ।
বাদ জুম্মা ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন রংপুর জেলা স্কাউটসের সম্পাদক মোঃ আব্দুর রহিম, রংপুর সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ সামছুল আলম। এছাড়ও রোভার স্কাউটদের এ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর জেলার জেলা প্রশাসক ও জেলা স্কাউট এবং জেলা রোভারের সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল।

রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক রেজওয়ান হোসেন সুমন জানান সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে সারাদেশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রানহানির সংখ্যা বেড়েই চলছে। স্কাউটিংয়ের সমাজ সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ডেঙ্গুর প্রাদুর্ভাব, ভয়াবহতা ও প্রতিরোধে অধিক জনসচেতনতা বৃদ্ধিতে রংপুর সিটি কর্পোরেশন এর সহযোগিতায় রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ এর আয়োজনে ও উদ্যোগে ১৫দিন ব্যাপি “ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক ক্যাম্পেইন” পরিচালনা করা হচ্ছে।

ক্যাম্পেইন এর কার্যক্রম সম্পর্কে তিনি জানানা ক্যাম্পেইন এর কার্যক্রম সমূহ হলো, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্কুল ও কলেজ পর্যায়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন, মশক নিধন অভিযান, জনসমাগম এলাকায় জনসচেতনতামূলক মূলক ভিডিও চিত্র প্রদর্শন এবং ডোর টু ডোর জনসচেতনতামূলক অভিযান।

গ্রুপ সম্পাদক আরও বলেন ডেঙ্গু বিষয়ে আমাদের সকল কে সচেতন হতে হবে। আমরা রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ ১৫দিন ব্যাপী এ ক্যাম্পেইনে ডেঙ্গু বিষয়ে অধিক জনসচেতনা বৃদ্ধি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। আমরা আমাদের অবস্থান হতে সচেতন না হলে আমাদের ডেঙ্গুর ভয়াবহতার স্বীকার হতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই সচেতনতার মাধ্যমে আমাদের প্রতিরোধ করতে হবে, আর এর জন্য আমাদের পূর্ব প্রস্তুতি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com